কারা এই কাজ গুলো শিখতে পারবেন?

পর্ব ৯

 কারা এই কাজ গুলো শিখতে পারবেন??

আপনাকে অব্যশই কম্পিউটার এর বেসিক সর্ম্পকে ধারণা থাকতে হবে।ইংরেজি বোঝার মতো ক্ষমতা থাকতে হবে।

কারা এই কাজ গুলো শিখতে পারবেন?



আপনি ইংরেজিতে কাঁচা থাকলে ধীরে ধীরে চর্চা করতে থাকুন।অনলাইনে অনেক ফ্রি কোর্স আছে যেখানে ইংরেজি শিখার গাডলাইন পেতে পারেন।বন্ধুদের সাথে ইংরেজিতে চ্যাট করুন দেখবেন আস্তে আস্তে আপনার ইংরেজি স্কিল ভালো হয়ে যাবে।যদি ইংরেজি জানেন তাহলে মনে হয় না আপনার আর কোন সমস্যা হবে কাজ গুলো রপ্ত করতে।
কোনটা আগে শিখবেন?
যেহেতু আপনার ব্রাউজারে আপনি একটি ডিজাইন প্রথমে দেখতে পান তাই সোজা কথা আপনাকে ওয়েব সাইটা ডিজাইন করতে হবে।তাহলে বুঝতেই পারছেন আপনাকে ওয়েব ডিজাইনটি আগে শিখতে হবে তার পর শিখতে হবে ওয়েব ডেভেলপমেন্ট।
কি কি বিষয় শিখতে হবে ওয়েব ডিজাইনার হওয়ার জন্যঃ-
1.এইচটিএমএল (HTML)
2.সিএসএস(CSS)
3.JAvaScript
4.Bootstrap
5.বেসিক জেকোয়েরি এবং জেকোয়েরির এর ভিবিন্ন প্লাগিন এর কাজ।
6.ওয়ার্ড প্রেস ডিজাইন এবং কাস্টমাইজেশন।
7.বেসিক ওয়ার্ড প্রেস থিম ডেভেলপমেন্ট ।

Next

No comments

Services

HTML to WordPress (Custom Theme) Conversion Service 🔥 Convert Your Static HTML Website Into a Fully Dynamic & Custom WordPress Theme ...

Theme images by friztin. Powered by Blogger.