ওয়েব ডিজাইনার হিসেবে কী শিখলে প্রফেশনালী কাজ করা যায়


পর্ব ১১ 

শিখার পর ওয়েব ডিজাইনার হিসেবে কী শিখলে প্রফেশনালী কাজ করা যায় ??



এখন কথা হলো ওয়েব ডিজাইন শেখার পর কিভাবে প্রফেশনাল জব সেক্টরে অথবা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে কাজ করবেন, অবশ্যই উপরে যে ব্যাপার গুলো আমি বর্ণনা দিয়েছি সেই ব্যাপার গুলো পূরণ করতে হবে তারপর আপনি নিজেই বুঝতে পারবেন যে কিভাবে ওয়েব ডিজাইনের কাজ করতে হবে।
জব সেক্টরে অথবা মার্কেটপ্লেসগুলোতে পিওর ওয়েব ডিজাইনের কাজ অনেক কম তাই আপনাকে ওয়ার্ডপ্রেস এর মত সফটওয়্যার এর সাহায্যে ওয়েবসাইট তৈরি করে দিতে হবে। তার মানে আপনি যে ওয়েব ডিজাইনের দক্ষতা এবং আইডিয়া অর্জন করেছেন তা আপনার ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ইমপ্লিমেন্ট করে একটি ক্লায়েন্টের সামনে উপস্থাপন করতে হবে। মার্কেটপ্লেস অথবা জব সেক্টর এ ওয়ার্ডপ্রেস এর চাহিদা অনেক বেশি কারণ ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সহজে একটি ওয়েবসাইট তৈরি করা যায় এবং ক্লায়েন্টরা ওয়েবসাইটটি কোন কোড লিখার ঝামেলা ছাড়াই কাস্টমাইজ বা এডিট করতে পারে। তাই ওয়েব ডিজাইন এ আপনার ওয়ার্ডপ্রেস এর দক্ষতা সমান ভাবে চালিয়ে যেতে হবে।


Next

No comments

Clean Code কি?

Clean Code বলতে এমন কোড বোঝায় যা পড়তে, বুঝতে এবং পরিবর্তন করতে সহজ হয়। এটি এমনভাবে লেখা হয় যে তা শুধু মেশিনের জন্য কার্যকর হয় না, বরং ম...

Theme images by RBFried. Powered by Blogger.