ফ্রিল্যান্সিং কি?(What is Freelancing?)


ফ্রিল্যান্সিং কি?(What is Freelancing?)

পর্ব ১ 

ফ্রিল্যান্সিং_সর্ম্পকে_প্রাথমিক_ধারনা

ফ্রিল্যান্সিং হচ্ছে অনলাইনে কাজ করে অর্থ উপার্জন।এখন প্রশ্ন হচ্ছে অনলাইনে কি কাজ করবেন?আপনি যদি ডিজাইন করতে পারেন,আরটিকাল লেখতে পারেন,বিভিন্ন ধরনের সার্ভে করতে পারেন,ডাটা এনট্রি করতে পারেন,মোট কথা আপনি যা পারেন তা করলেই অনলাইনে অর্থ উপার্জন করতে পারেন।এবার আপনার প্রশ্ন জাগতে পারে কে দেবে কাজ?পশ্চিমা উন্নত দেশ গুলোতে যেখানে শ্রমের প্রারিশ্রমিক অনেক বেশি,সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানে এবং ব্যক্তিবর্গ এত বেশি পারিশ্রমিক দিয়ে কাজ করতে আগ্রহ হন না।তখন তারা চান অনুন্নত দেশের দক্ষ লোকজন দিয়ে কম পারিশ্রমিকের বিনিময়ে তাদের এই কাজ গুলো করিয়ে নিতে।আর আমাদের দেশের মত অনুন্নত দেশের দক্ষ লোকজন কম টাকার বিনিময়ে তাদের এই কাজ গুলো করে দেয়।আর কাজ প্রদান করা থেকে শুরু করে কাজ সম্পাদন,কাজ হস্তান্তর,টাকা প্রদান এই সমস্থ কিছুই হয়ে থাকে অনলাইনে।আর এভাবে অনলাইনে কাজ করে অর্থ উপার্জন করাকে ফ্রিল্যান্সিং বলে।
স্টেপ বাই স্টেপ চেষ্টা করবো পোস্ট করার।আপনার সুন্দর মতামত কমেন্টে জানাতে ভুল করবেন না।

Subscribe To My Channel Freelancer Nitu

Hire Me On Fiverr: nitu121

Next

No comments

Clean Code কি?

Clean Code বলতে এমন কোড বোঝায় যা পড়তে, বুঝতে এবং পরিবর্তন করতে সহজ হয়। এটি এমনভাবে লেখা হয় যে তা শুধু মেশিনের জন্য কার্যকর হয় না, বরং ম...

Theme images by RBFried. Powered by Blogger.