শিখার প্রসেসটা কী?

 

পর্ব ১০

কোনটার পর কোনটা শিখতে হবে ??




বিভিন্ন আপডেট কীভাবে জানতে পারব ?সিরিয়াল অনুযায়ী প্রথমেই আপনাকে এইচটিএমএল সম্পর্কে ধারণা রাখতে হবে। তারপর হচ্ছে আপনাকে সিএসএস দিয়ে এইচটিএমএল কে ডিজাইন করা শিখতে হবে তাই প্রথমে এইচটিএমএল শেখার সাথে সাথেই সিএসএস এর প্রতিটি প্রপার্টি সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, যে কোন প্রপার্টি গুলো কিভাবে কাজ করে। তাহলে, আপনি এবং বুঝে যাবেন যে কিভাবে একটি ওয়েবসাইট এর ডিজাইন তৈরি করা হয়।
জেকোয়েরি সম্পর্কে ধারণা নিতে হবে এবং বিভিন্ন জেকুএরি প্লাগিন এর ব্যবহার জানতে হবে। তাহলে, আপনার এইচটিএমএল সিএসএস এর ডিজাইন এর মধ্যে বিভিন্ন এ্যানিমেশন অথবা এফেক্ট তৈরি করতে পারবে। যা আপনার ওয়েবসাইটটিকে আরো আকর্ষণীও করে তুলবে।
প্রথমে ১ মাসের ওয়েব ডিজাইন এর বেসিক সম্পর্কে পুরনাঙ্গ ধারনা নেওয়ার পর আপনি ধরুন এসএসসি পাস করেছেন এখন হচ্ছে Intermediate বা এইচএসসি।
থিমফরেস্ট নামে একটি মার্কেটপ্লেস আছে। যেখানে প্রতিদিনই নতুন নতুন আইডিয়া তৈরি করে ওয়েব ডিজাইনাররা তাদের টেমপ্লেটগুলো বিক্রি করে। থিমফরেস্টের নতুন নতুন স্যাম্পল দেখে দেখে ডিজাইন করার চেষ্টা করুন তাতে করে আপনার দক্ষতা বাড়বে এবং বিভিন্ন ডিজাইনের আইডিয়া তৈরি হবে।
এইচটিএমএল, সিএসএস দিয়ে ওয়েব ডিজাইন করা হচ্ছে পিওর ওয়েব ডিজাইন কিন্তু ওয়েব ডিজাইন এর সাথে আপনাকে অবশ্যই আরেকটি বিষয় জানা থাকতে হবে আর তা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজেশন। যদি সংক্ষেপে বলি ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি কোন প্রকার কোডিং ছাড়াই একটি ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। যার জন্য আপনাকে কোন প্রকার কোড লিখতে হবে না এবং এর কনটেন্ট চেঞ্জ করার জন্য আপনাকে কোডিং এর প্রয়োজন বোধ হবে না তাই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট ডিজাইন করাটা অনেক সহজ এবং চাহিদা প্রচুর। এইচটিএমএল, সিএসএস দিয়ে ডিজাইন গুলো তৈরি করুন তারপর তা ওয়ার্ডপ্রেসের থিম অথবা ওয়ার্ডপ্রেস ওয়েব সাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করুন।
যখন Intermediate লেভেল শেষ হয়ে যাবে তখন অবশ্যই আপনাকে এডভান্স লেভেল সম্পর্কে ধারণা নিতে হবে যাকে বলা যায় Expert এবং তার উপায় আমি মনে করি শুধু একটি, যত বেশী সম্ভব পিএসডি টু এইচটিএমএল কনভার্শন তার মানে পিএসডি ইমেজ ওয়েব টেমপ্লেট দেখে দেখে আপনাকে এইচটিএমএল এ ডিজাইন করতে হবে। আপনি যত পিএসডি টু এইচটিএমএল করবেন আপনার দক্ষতা ততো বাড়বে।
ইউটিউব এ পিএসডি টু এইচটিএমএল টিউটোরিয়াল লিখে সার্চ দিলেই শত শত টিউটোরিয়াল পাবেন।যেকোন দুটি সিরিজ দেখে দেখে প্যাক্টিস করুন এর পর কিছু পিএসডি গুগ্ল থেকে ডাউনলোড করে একা একা নিজে নিজে ডিজাইন করার চেষ্টা করুন।যখন আপনি ৫ থেকে ৭ টি সেকশনের ডিজাইন দুই থেকে তিন ঘন্টার মধ্যে শেষ করতে পারবে তখনই বুঝতে পারবেন যে কিভাবে ডিজাইন দ্রুত করতে হয়।
এরপর পিএসডি ডিজাইন গুলোতে সিএসএস অথবা জেকোয়েরি দিয়ে বিভিন্ন এফেক্ট দেওয়ার চেষ্টা করুন।মনে রাখতে হবে যে ডিজাইন স্কিল বৃদ্ধি করার জন্য এবং নিজেকে যাচাই করার পদ্ধতি হচ্ছে পিএসডি থেকে ওয়েব সাইটি ডিজাইন করা।


Next

No comments

How To Become A Successful WordPress Developer

Becoming a successful WordPress developer involves a combination of skills, continuous learning, and practical experience. Here's a road...

Theme images by RBFried. Powered by Blogger.