কি ভাবে আপনি একজন ভাল মানের ওয়েব ডিজাইনার ও ডেভেলপার হতে পারবেন


 পর্ব ১৪

একটা কথা একটু চিন্তা করেন তো যেখানে একটা জাতীয় মানের চাকুরী পাবার জন্য আপনাকে কি পরিমান জানতে বা শিখতে হয় । আর আপনি তো চাচ্ছেন আন্তর্জাতিক মানের কাজ করতে তাহলে আপনার কি পরিমান জানার বা শেখার প্রয়োজন........




একটা কথা একটু চিন্তা করেন তো যেখানে একটা জাতীয় মানের চাকুরী পাবার জন্য আপনাকে কি পরিমান জানতে বা শিখতে হয় । আর আপনি তো চাচ্ছেন আন্তর্জাতিক মানের কাজ করতে তাহলে আপনার কি পরিমান জানার বা শেখার প্রয়োজন ।
আমি এখানে যে টার্গেট টা আলোচনা করতেছি সেইটা ফলো করলে আপনি একজন মোটামুটি মানের ডেভেলপার হতে পারবেন ।
দুই মাস আপনি HTML, CSS, HTML5, CSS3 এইগুলা নিয়ে পড়াশুনা করবেন তার পরের এক মাস ব্যাসিক ওয়েব ডিজাইন নিয়ে পড়াশুনা করবেন এবং প্র্যাক্টিস করবেন ।
পরবর্তী তিন মাস আপনি PSD to HTML, Responsive web design, Bootstrap এবং বিভিন্ন jQuery প্লাগীনের ব্যবহার নিয়ে কাজ করবেন।
এর পর আপনি JavaScript এর পেছনে ব্যয় করবেন । পাশাপাশি আগের গুলা অনুশীলন করবেন।
আগের গুলো শেষ হবে আপনি PHP এবং MySql এর পেছনে ব্যয় করবেন । পাশাপাশি আগের গুলা অনুশীলন করবেন।
এর পর টানা ৬ মাস আপনি যেইটা নিয়ে কাজ করতে চান Joomla বা WordPress বা Magneto বা অন্য যেইটা নিয়ে আপনি কাজ করতে চান সেইটা নিয়া কাজ করবেন। সাথে থাকবে সার্ভার নিয়ে কাজ করা, অনুশীলন করবেন আর আগের ব্যাপার গুলা ।
মারকেটপ্লেস এ জাবার পূর্বে মার্কেটপ্লেস নিয়ে গবেষণা করবেন ।
এইভাবে যাই শিখেন না কেন তার সাথে চলবে ইংরেজি চর্চা ।
এইবার কাজ শুরু করে দেন আপনার আর পেছনে তাকাতে হবে না।
এই ভাবে কমপক্ষে এক বছর কাজ করতে থাকেন, দেখবেন আপনি নিজেই এক সময় বুঝতে পারবেন আপনি একজন এক্সপার্ট ডেভেলপার হয়ে গেছেন ।
লক্ষ্য নির্ধারণ হয়ে গেলে এবার নিচের রিসোর্স গুলো কাজে লাগানোর সময়

No comments

Clean Code কি?

Clean Code বলতে এমন কোড বোঝায় যা পড়তে, বুঝতে এবং পরিবর্তন করতে সহজ হয়। এটি এমনভাবে লেখা হয় যে তা শুধু মেশিনের জন্য কার্যকর হয় না, বরং ম...

Theme images by RBFried. Powered by Blogger.