কোথায় শিখব এবং কার কাছে শিখব

 

পর্ব ১৩



অবশ্যই আমার প্রথম সাজেশন হচ্ছে গুগল বা ইউটিউবে সার্চ করে শিখা, কারণ ওয়েব ডিজাইন এ দক্ষতা বাড়ানো এবং প্রফেশনাল কাজের সময় প্রতিদিনই আপনাকে অবশ্যই গুগল এবং ইউটিউবে সার্চ করতে হবে। এইচটিএমএল, সিএসএস এর বেসিক সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নেওয়ার জন্য ইউটিউব থেকে যেকোনো একটি করে সিরিজ শেষ করুন এবং ভিডিও দেখে দেখে অবশ্যই প্র্যাকটিস করতে থাকেন। 95% মানুষ ভিডিও দেখে কিন্তু হাতে প্র্যাকটিস করে না, যখন সে ভিডিও দেখে তখন তার কাছে অনেক সহজ মনে হয় এবং মনে করে যে সে বুঝে গেছে তাই প্র্যাকটিস করে না। ধরুন আমরা যেমন স্কুল বা কলেজে গণিত বুঝে তারপর প্র্যাকটিস করতাম ঠিক সেইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যদি ভিডিও দেখার পর প্র্যাকটিস না করেন তাহলে এটা হচ্ছে আপনার সময় নষ্ট করার প্রধান মূল কারণ। আমি আবারো বলছি অবশ্যই ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন।
সবাই হয়তবা জানেন যে গুগল এবং ইউটিউব থেকে শিখা যায় কিন্তু আপনাদের অনেকের বড় একটি সমস্যা হচ্ছে একজন ইন্সট্রাক্টর এর দরকার পরে ভিডিও দেখার পর বা কোনও আর্টিকেল পড়ার পর। যেমন এসএসসি পরিক্ষার সময় আমরা স্কুল থেকে এসে কোচিং অথবা প্রাইভেট টিউটর এর কাছে পরতে যাই যাতে করে আমাদের সমস্যাগুল দ্রুত সল্ভ করতে পারি।
সমস্যার সমাধান এর জন্য মেন্টর বা এক্সপার্ট এর হেল্প পাওয়ার টিপস
এখন যদি কোন সমস্যায় পড়েন তাহলে কিভাবে একজন মেন্টর পাওয়া যায় চিন্তা করছেন? আসলে ফ্রী তে কোন নির্দিষ্ট মেন্টর পাবেন না তবে তার একটি অল্টারনেটিভ রাস্তা আছে। আপনার ওয়েব ডিজাইন রিলেটেড ২০ টি ফেসবুক গ্রূপ-এ এড হয়ে জান। ওই গ্রূপ গুলোতে আপনার সকল সমস্যা ডিটেইলসে লিখে পোস্ট করুন তাহলে দেখবেন কেউ না কেউ আপনার সমস্যাগুলো সমাধান দিয়ে দিয়েছে।
আরেকটি হচ্ছে ওয়েব ডিজাইন ফোরাম বা কমিউনিটি, অনলাইনে অনেক ফোরাম ওয়েব সাইট আছে যেখানে বিশ্বের অনেকেই একটিভ থাকে যার সাহায্যে আপনি আপনার সমস্যাগুলোর সমাধান পেতে পারে। গুগোল একটু ঘাটাঘাটি করুন ফোরাম অথবা কমিউনিটি নিয়ে তাহলেই বুঝতে পারবেন ব্যাপারটা কি। যারা এসইও নিয়ে কাজ করেন তারা খুব ভাল করেই জানেন ব্যাপারটি।
stackover flow হচ্ছে এমন একটি ফোরাম যেখানে ওয়েব ডিজাইন সহ যে কোন প্রোগ্রামিং রিলেটেড সমস্যার সমাধান পাওয়া যায়। বিশ্বের বিভিন্ন দেশের এক্সপার্ট প্রোগ্রামাররা প্রোগ্রামিং রিলেটেড বিভিন্ন সমস্যার সমাধান পাবেন।
wordpress.org ওয়েবপ্রেস সমস্যার জন্য রয়েছে,যেখানে আপনি ওয়ার্ডপ্রেসের যে কোন সমস্যার সমাধান পেতে পারেন।
Quora.com হচ্ছে অন্যতম "প্রশ্ন এবং উত্তর এর ওয়েব সাইট।যেখানে শুধু ওয়েব ডিজাইন নয়,আপনার যে কোন সমস্যার সমাধান পেতে পারেন।



No comments

How To Become A Successful WordPress Developer

Becoming a successful WordPress developer involves a combination of skills, continuous learning, and practical experience. Here's a road...

Theme images by RBFried. Powered by Blogger.