HTML কি?(What is HTML?)

 

পর্ব ১৫

HTML কি?


HTML একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, যা পৃথিবীর বিশাল তথ্য-ভান্ডারকে ইন্টারনেটের মাধ্যমে প্রদর্শনের সুযোগ তৈরি করে দিয়েছে।


What is HTML



HTML একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, যা পৃথিবীর বিশাল তথ্য-ভান্ডারকে ইন্টারনেটের মাধ্যমে প্রদর্শনের সুযোগ তৈরি করে দিয়েছে। একটা ওয়েব পেজের মূল গঠন তৈরি হয় HTML দিয়ে।
HTML কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, একে Hyper Text Mark Up Language বলা হয়। Mark Up Language এক সেট Mark Up ট্যাগের সমন্বয়ে গঠিত হয়। একটা ওয়েব পেজের বিভিন্ন অংশ ব্রাউজারের মাধ্যমে কিভাবে প্রদর্শিত হবে, তা HTML এ Mark Up ট্যাগ সমূহ ব্যবহার করে প্রকাশ করা হয় ।
ওয়েব ডিজাইনার হওয়ার জন্য অবশ্যই Html , CSS and JS সর্ম্পকে জ্ঞান থাকতে হবেই।

No comments

Services

HTML to WordPress (Custom Theme) Conversion Service 🔥 Convert Your Static HTML Website Into a Fully Dynamic & Custom WordPress Theme ...

Theme images by friztin. Powered by Blogger.