CSS কি ?

 

পর্ব ২৪

CSS

CSS এর পূর্ণরূপ হল Cascading Style Sheets.


CSS


CSS কি:
CSS এর পূর্ণরূপ হল Cascading Style Sheets.
CSS কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ না, এটি মুলত stylesheet language.
#CSS দিয়ে কি করে:
স্টাইল করা হয়। ঠিক ধরেছ, সি সি এস যেহেতু স্টাইলসীট ল্যাংগুয়েজ সো বুজাই যাচ্ছে এটা দিয়ে স্টাইল বা ডিজাইন করা যায়।
#কাকে স্টাইল করে সি এস এস দিয়ে:
এইচ টি এম এল এবং এক্স এম এল কে। সত্যি?
জি ভাইয়া, এইচ টি এম এল এবং এক্স এম এল কে স্টাইল বা ডিজাইন করা হয়।
এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি ত জানি সি এস এস দিয়ে ওয়েব পেজ ডিজাইন করা হয়,কিন্তু আপনে বলছেন এইচ টি এম এল এবং এক্স এম এম কে ডিজাইন করা হয়।ভাইয়া তুমি যা জান সেটাও ঠিক আর আমি যা বলছি সেটাও ঠিক। যেই লাউ সেই কদু।
ওকে বিষয়টা কে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি...
এইচ টি এম এল এবং এক্স এম এল দিয়ে ওয়েবপেজকে মার্কআপ করা হয়,সি এস এস দিয়ে তাদের ট্যাগ এবং attribute কে ধরে ধরে ডিজাইন করা হয়। সো বুঝাই যাচ্চে সি এস এস দিয়ে এইচটিএমএল এবং এক্স এম এল অথবা ওয়েব পেজ কে ডিজাইন করা হয়।
সি এস এস হল একটি স্টাইলসীট ল্যাংগুয়েজ যার পূর্ণরূপ cascading style sheets. CSS দ্বারা ওয়েব পেজকে ডিজাইন করা হয়, ভিজিটরদের নিকট সুন্দর ভাবে উপস্থাপন করা করার জন্য।

No comments

Clean Code কি?

Clean Code বলতে এমন কোড বোঝায় যা পড়তে, বুঝতে এবং পরিবর্তন করতে সহজ হয়। এটি এমনভাবে লেখা হয় যে তা শুধু মেশিনের জন্য কার্যকর হয় না, বরং ম...

Theme images by RBFried. Powered by Blogger.