কাজ শিখার পর কি করবেন?

পর্ব ৭ 



শোনেন একটা কথা বলে রাখি,আমাদের দেশে মেধাবীদের কদর না থাকলেও অন্য দেশে তাদের কদর অনেক বেশি।যাই হোক আপনি যদি প্রতিযোগিতা করার মতো কাজ শিখেন আপনাকে প্রথম কয়দিন কাজ খুজতে হলেও পরে কাজ আপনাকে খুজে নিবে শিউর।একবারে কেউ কোন দিন বড় হয়নি,সবার প্রথম অবস্থান ছিল অনেক নিচে,ধীরে ধীরে তারা বড় হয়েছে,যারা আজ অনেক বড়।এই কথা মনে রেখে সৃষ্টিকর্তার নাম নিয়ে নেমে পরুন তিনি সহায় হবেন।আর একটা কথা বলে রাখি এই পথের কোন শেষ নেই।আপনি যদি বলেন আপনি ওয়েব ডিজাইনের সব জানেন তাহলে আমি বলবো আপনি মিথ্যা বলছেন।আজ নতুন কিছু শিখছেন দেখবেন আপনার অজান্তেই আরও একটি নতুন জিনিস তৈরি হয়েছে।তবে ভয় নেই ধীরে ধীরে সময়ের সাথে তাল মিলিয়ে যদি সব রপ্ত করতে পারেন তাহলেই সফলতা আপনার।জানি এই কথা গুলো শুনলে ক্ষণিকের জন্য আপনার মনে হবে সব বাদ দিয়ে আজ থেকে কাজে মন দেব,কিন্তু পারবেন না সেইটা করতে এমনকি সেইটা করা উচিত হবেনা।আপনার ভালোলাগা অনুযায়ী কাজ করতে হবে,ধরে নিলাম আপনি কাজ শিখেছেন,কিছু কাজ দিলে আপনি বায়ারের/ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ ডেলিভারি দিতে পারবেন,আপনার সেই সাহসিকতা আছে,তাহলে বর্তমানে অনেক মার্কেটপ্লেস আছে অনলাইনে যেমনঃ

fiverr.com

Freelancer.com

Upwork.com(odesk.com)

Peopleperhour.com

Mojo marketplace

Envato marketplac

Etc.

লক্ষ্য করুন প্রথমে যে তিনটি লিখেছি সেই গুলোতে বায়ার/ক্লায়েন্ট তাদের কি দরকার সেইটা বলবে আপনি যদি তার চাওয়া পূরণ করতে পারেন তাহলে আপনি তাকে বলবেন আমি পারবো।যদি সে আপনার কথা অনুযায়ী খুশি হয়,তাহলে আপনি কাজটা পেয়ে যেতে পারেন।মনে রাখবেন আপনি কেবল একাই এই কাজটা জানেন না অনেক ভালো ভালো ফ্রিল্যান্সাররা এই কাজটি জানে,তবে আপনি কেন জানবেন না।ক্লায়েন্ট কে খুব ভালোভাবে উপস্থাপন করে তার মন জয় করার প্রচেষ্টা থাকতে হবে আপনার মধ্যে।তার পরে যে দুইটা লিখেছি এইগুলো শোরুম,মানে আপনার কোন কিছু যদি তৈরি করা থাকে যেমনঃআপনি ভাল একটা বিজনেস কার্ড ডিজাইন করেছেন কিন্তু আপনার মনে এইটা দেখে অনেকেই কিনতে পারে,কিন্তু পথ খুজে পাচ্ছেন না তাহলে আপনার জন্য এই দুই পথ।এখানে আপনার কাজ করে তৈরি করা জিনিস যদি কর্তিপক্ষ অনুমোদিত হয় তাহলে সবাই আপনার কাজের প্রিভিউ দেখতে পারবে এবং কিনতে পারবে।প্রথম অবস্থায় কাজ না পেলেও হতাশ হবেন না।আপনার মেধা থাকলে আপনার স্কিল থাকলে আপনি কাজ পাবেন।কোন মতে একটা ক্লায়েন্ট কে পটান দেখবেন হাতের কাছে অনেক ক্লায়েন্ট এসে ঘুরঘুর করছে।একটা সময় অব্যশই আসবে যখন সময়ের অভাবে অনেক ক্লায়েণ্টকে ফিরিয়ে দিতে হচ্ছে সুতরাং লেগে থাকুন।বর্তমানে কম্পিটিশন অনেক বেশি একটা কথা মাথায় রাখবেন। আপনার ব্যবহার করা মেধা দিয়েই তাদের উপর আপনাকে যেতে হবে।


Next


No comments

Clean Code কি?

Clean Code বলতে এমন কোড বোঝায় যা পড়তে, বুঝতে এবং পরিবর্তন করতে সহজ হয়। এটি এমনভাবে লেখা হয় যে তা শুধু মেশিনের জন্য কার্যকর হয় না, বরং ম...

Theme images by RBFried. Powered by Blogger.