কাজ কিভাবে শিখবেন?

পর্ব ৬ 


প্রথমেই Freelancing শব্দটার দিকে লক্ষ্য করুন,দেখুন এখানে দুইটা অংশ আছে একটা হচ্ছে free অর অন্যটা lancing ।অথ্যাৎ ফ্রিল্যান্সিং এমন একটা lancing যেইটা ফ্রিতে করা যায়।এটা করার জন্য কোন প্রকার বিনিয়োগের প্রয়োজন হয়না,হ্যাঁ অনেক ক্ষেত্রে প্রয়োজন পরে কিন্তু সেইটা আরো অ্যাডভান্স পর্যায়ে।ফ্রিল্যান্সিং করার জন্য যে কয়েকটি বিষয়ে আপনি শপথ করেছেন সেই কয়টি কথা যদি মাথায় নিয়ে এগিয়ে যেতে পারেন তাহলে আপনার জন্য সামনের সেই উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।যেখানে আপনাকে মনের মধ্যে গেঁথে রাখবে সবাই।যাই হোক এখন কাজ শিখার জন্য আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কোনটা ভালো পারবেন?অবশ্য এইটা কারো সাজেশন নিয়ে পাবেন না যে আপনি কোনটাতে ভালো করতে পারবেন।এটা আপনার ভালোলাগাই বলে দিবে যে আপনি ওয়েব ডেভল্পমেন্ট ভালো করবেন নাকি মারকেটিং এ ভালো করবেন নাকি এস ই ও তে ভালো করবেন।সেইটাই হবে আপনার ক্যারিয়ারের উজ্জ্বল পর্থ প্রদর্শক।আপনার যেইটা করতে ভালো লাগবে সেইটা বেছে নিবেন।এখন কথা হচ্ছে যে আপনার ভালো লাগলে আপনি শিখবেন কি ভাবে?শিখার মাধ্যমের অভাব নাই,পিরিতের পেত্নীর জন্য আপনি কত দূর কি করতে পারেন আমি জানি,জিবনও হয়তো দিতে পারবেন।কিন্তু এইটার জন্য জিবন দিতে হবেনা শুধু আপনার উপস্থিতি অনুলব্দি করার বুদ্ধি মাথাতে থাকলেই যথেষ্ট ।ধরে নিলাম আপনার ওয়েব ডিজাইন করতে ভালো লাগে  ।এখন আপনি Youtube.com এ গিয়ে যদি সার্চ দেন how to learn basic web design & development. তাহলে যত সার্চের ভিডিও আসবে আমি শিউর আপনি সারা জিবনেও এরগুলি ভিডিও দেখে শেষ করতে পারবেন না।ইংরেজিতে না বুঝলে Basic web design & development bangla tutorial লিখে সার্চ দেন দেখুন বাংলাতেই আপনি ১ সপ্তাহে মোটামুটি বুঝে যাবেন ওয়েব ডিজাইন সম্পকে।সুতরাং কাজ শিখার জন্য আপনাকে আপনার ভালো লাগার ব্যাপারটা নিয়ে অনেক বেশি গুগল, ইউটিউব রিসার্চ করতে হবে এই সংক্রান্ত অনেক ব্লগ পোস্ট পরতে হবে।আপনি তা হলে দ্রুতই আপনার ভালো লাগার মজাটা নিতে পারবেন।যত সার্চ করবেন তার বেশি প্রেক্টিস করতে হবে।আশা রাখলাম আপনার হাতের কাছেই তাহলে অনেক সোনার হরিণ।২৫০০০ টাকা খরচ করে কোন ট্রেনিং সেন্টারে যাবেন তাহলে আপনার টাকাটা অনেক খানি লস হয়ে যাবে।কাজ শিখার জন্য কোন গাইডলাইন দরকার হয়না এখন,কারণ অনেক রিসার্চ এখন সবার হাতের নাগালেই শুধু খুঁজে নিয়ে কাজে লাগাতে হয়।

Subscribe To My Channel Freelancer Nitu

Hire Me On Fiverr: nitu121

Next

No comments

Services

HTML to WordPress (Custom Theme) Conversion Service 🔥 Convert Your Static HTML Website Into a Fully Dynamic & Custom WordPress Theme ...

Theme images by friztin. Powered by Blogger.