বাংলাদেশের সংবিধান | আইন প্রনয়ণ প্রক্রিয়া

বাংলাদেশের সংবিধান


 ১. বাংলাদেশের আইনসভার নাম কি?

উত্তর : জাতীয় সংসদ।

২. আইনসভার সভাপতি কে?

উত্তর: মাননীয় স্পিকার। 

৩. বাংলাদেশের সংবিধানের মোট কয়টি ধারা?

উত্তর: ১৫৩ টি।

৪. এ পর্যন্ত বাংলাদেশের সংবিধানে মোট কয়টি সংশোধনী আনা হয়েছে?

উত্তর: ১৭ বার।

৫. বাংলাদেশ এ পর্যন্ত কয়টি সংসদ গঠিত হয়েছে?

উত্তর : ১১টি।

৬. কে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন?

উত্তর : মহামান্য রাষ্ট্রপতি। 

৭. বাংলাদেশর আইনসভার মেয়াদকাল কত?

উত্তর: ৫ বছর।

৮. সংসদের কার্যপ্রণালী বিধি কি?

উত্তর: সংসদের কার্যক্রম পরিচালনার জন্য লিখিত বিধানবলিই কার্যপ্রণালী বিধি।

৯. বিল কি?

উত্তর: বিল হলো সংসদে আইন প্রনয়নের উদ্দেশ্যে আনীত প্রস্তাব।

১০. জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?

উত্তর: আমেরিকান স্থপতি লুই আই কান।

১১: বাজেট কি?

উত্তর: কোন অর্থ বছরে সরকারের অনুমিত আয়-ব্যয়ের হিসাবকে বাজেট বলে।

১২. বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট?

উত্তর: এককক্ষ বিশিষ্ট। 

১৩. বাংলাদেশের সংসদ সদস্য নির্বাচত হতে হলে নূন্যতম কত বছর হতে হবে?

উত্তর: ২৫ বছর।

১৪. নির্ণায়ক ভোট কি?

উত্তর: পার্লামেন্টে কোনো বিষয়ের উপর ভোট অনুষ্ঠিত হওয়ার পর যদি উভয়পক্ষে সমান ভোট পড়ে তবে এক্ষেত্রে স্পিকার একটি ভোট প্রদান করে থাকেন। স্পিকারের এ ভোটটিকেই কাস্টিং বা নির্ণায়ক ভোট বলে।

১৫. অর্থ বিল কি?

উত্তর: অর্থ বিল বলতে কোন কর আরোপ,  নিয়ন্ত্রণ,  রদবদল,  রহিতকরন সম্পর্কিত যেকোন বিলকে বোঝায়।

১৬. মূলতবী প্রস্তাব কি?

উত্তর: বর্তমানে সংসদীয় ব্যবস্থায় সংসদে কোন প্রস্তাবকে স্থগিত করার জন্য যে প্রস্তাব উত্থাপন করা হয় তাকে মূলতবী প্রস্তাব বলে।

১৭.পয়েন্ট অব অর্ডার কি?

উত্তর: সংসদের কার্যক্রম চলাকালে কোন সদস্য যদি মনে করেন যে, প্রথাগত বিধিমালার ভুল প্রয়োগ ঘটছে বা পাশ কাটিয়ে যাওয়া হয়েছে তাহলে কোন সদস্য সে ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে পারেন। এই দৃষ্টি আকর্ষণটিকেই পয়েন্ট অব অর্ডার বলে।

১৮. বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য সর্বনিম্ন কতভাগ সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন?

উত্তর: দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন।

১৯. অধ্যাদেশ জারি করেন কে?

উত্তর: মহামান্য রাষ্ট্রপতি। 

২০. বিল কত প্রকার ও কি কি?

উত্তর: বিল দুই প্রকার। সরকারি এবং বেসরকারি বিল।

২১. ছায়া মন্ত্রীসভা কি?

উত্তর: বিরোধী দলের নেতৃস্থানীয় নেতাদের নিয়ে গঠিত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের তদারিক-মূলক পরিষদই ছায়া মন্ত্রিসভা। 

২২. ওয়াক-আউট বলতে কি বুঝায়?

উত্তর: সংসদের কোন বিল বা প্রস্তাবের ওপর আপত্তি জানিয়ে বিপক্ষের সংসদ সদস্যের সংসদ ত্যাগ করাকে ওয়াক-আউট বলে।

২৩. ট্রেজারী বেঞ্চ কি?

উত্তর: জাতীয় সংসদের অধিবেশ কক্ষে সরকার দলীয় সদস্যগণ যে আসনে বসে তাকে ট্রেজারী বেঞ্চ বলে।

২৪. টেকনোক্র‍্যাট মন্ত্রী কারা?

উত্তর: সংসদ সদস্য নন কিন্তু সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য কোন ব্যক্তিকে মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হলে তাকে টেকনোক্র‍্যাট মন্তী বলে।

২৫. অর্থ বিল কি?

উত্তর: ব

২৬. বাংলাদেশের সরকার প্রধান কে?

উত্তর: মাননীয় প্রধানমন্ত্রী। 

২৭. বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে?

উত্তর:মহামান্য রাষ্ট্রপতি। 

২৮. বাংলাদেশের আইন সভার প্রধান কে?

উত্তর: মাননীয় স্পিকার। 

২৯. বাংলাদেশের আইন সভার নেতা কে? 

উত্তর: মাননীয় প্রধানমন্ত্রী। 

৩০. আইনসভার সভাপতি কে?

উত্তর: মাননীয় স্পিকার।

৩১. বাংলাদেশ এ পর্যন্ত কয়টি সংসদ গঠিত হয়েছে?

উত্তর: ১১টি।

৩২. জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কত দিনের মধ্যে সংসদের বৈঠক আহবান করতে হয়?

উত্তর: ৩০ দিনের মধ্যে।

৩৩. আইনসভার প্রধান কাজ কি?

উত্তর: আইন প্রণয়ন করা।

৩৪. তারকা চিহ্নিত প্রশ্ন কি?

উত্তর: সংসদের কার্যপ্রণালি বিধির ৪৪ বিধিতে তারকা চিহ্নিত প্রশ্নের উল্লেখ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে যে, কোন সদস্য তার প্রশ্নের জন্য মৌখিক উত্তর চাইলে তিনি প্রশ্নটিকে তারকা চিহ্নের দ্বারা চিহ্নিত করবেন। তিনি যদি অনুরুপভাবে প্রশ্নটির তারকা চিহ্নের দ্বারা চিহ্নিত না করেন তাহলে প্রশ্নটিকে তারকা চিহ্নবিহীন প্রশ্ন বলে গণ্য করা হবে এবং প্রশ্নটিকে লিখিত উত্তরের জন্য নিদিষ্ট প্রশ্ন তালিকায় অন্তভূক্ত করা হবে।

৩৫. অর্থ বছর কি?

উত্তর: বাৎসরিক বাজেট প্রণয়নকালে যে সময়কালকে সামনে রেখে আয়-ব্যয়ের হিসাব প্রস্তুত করা হয় ঐ সময়কে অর্থবছর বলে।

৩৬. বাংলাদেশের জাতীয় সংসদে আইন প্রস্তাব পাসের জন্য সর্বনিম্ন কতজন সংসদ সদস্যের সম্মতিসূচক ভোট প্রয়োজন?

উত্তর: দুই-তৃতীয়াংশ সদস্যের সর্মথন প্রয়োজন।

৩৭. ছায়া মন্ত্রিসভা কি?

উত্তর: বিরোধী দলের নেতৃস্থানীয় নেতাদের নিয়ে গঠিত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের তদারকি-মূলক পরিষদই ছায়া মন্ত্রিসভা। 

৩৮. সরকারি বিল কি?

উত্তর: যে বিল সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা মন্ত্রী কতৃক উত্থাপিত তাকে সরকারি বিল বলে।

৩৯. বেসরকারি বিল কি?

উত্তর: সংসদ সদস্যদের উত্থাপিত বিল বেসরকারি বিল হিসেবে পরিচিত।



No comments

Clean Code কি?

Clean Code বলতে এমন কোড বোঝায় যা পড়তে, বুঝতে এবং পরিবর্তন করতে সহজ হয়। এটি এমনভাবে লেখা হয় যে তা শুধু মেশিনের জন্য কার্যকর হয় না, বরং ম...

Theme images by RBFried. Powered by Blogger.