HTML প্রোগ্রামের মৌলিক অংশ সমূহ

 

পর্ব ১৮

HTML এ লেখা প্রোগ্রামের মৌলিক অংশ সমূহ

HTML Element


<html>
<head>
<title> www.tutohost.com</title>
</head>
<body>
This is my first web page. I am learning now HTML.
</body>
</html>
একটা নোটপ্যাড open করে উপরের code টুকু লিখে file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html , Save as type : All files, দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করলে নিচে প্রদর্শিত ছবির মত দেখাবে।
HTML এ লেখা প্রোগ্রামের বিভিন্ন অংশ বিশ্লেষণ
প্রোগ্রামের মধ্যে <> এবং < /> দুইটা চিহ্ন এবং এর মধ্যে কিছু Word যেমন html, head, title, body এগুলোকে Keyword বলে এবং <> বা < /> চিহ্ন এবং এর মাঝে লেখা একটি Keyword কে ট্যাগ বলা হয়। যেমন <head> অর্থ head ট্যাগ। HTML এ দুই ধরনের ট্যাগ রয়েছে , <> চিহ্ন ও keyword নিযে গঠিত ট্যাগকে শুরু ট্যাগ এবং < /> চিহ্ন ও keyword নিযে গঠিত ট্যাগকে শেষ ট্যাগ বলে যেমন < title> অর্থ title শুরু ট্যাগ এবং <title /> অর্থ title শেষ ট্যাগ।
<html> বা html ট্যাগ:
HTML এ প্রোগ্রাম লেখার জন্য সমস্ত code কে <html> </html> এর মাঝে লেখা হয়।
<head> বা head ট্যাগ:
<head></head> এর ভেতরে <title> </title> ট্যাগ লেখা হয় যার মাধ্যমে ওয়েবসাইটের title বা শিরোনাম প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এই code এ title হিসেবে www.tutohost.comলেখা হয়েছে যা ব্রাউজারের title bar এ দেখা যাচ্ছে। এছাড়া CSS এর stylesheet কে head ট্যাগের মধ্যেই call করা হয়।
<body> বা body ট্যাগ:
<body> বা body ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ। একটি ওয়েব সাইটের মূল Content সমূহ Body ট্যাগের মধ্যে অবস্থান করে । <body></body> ট্যগের মধ্যেই বিভিন্ন Text , Image, Table ইত্যাদি ফরমেটিং এর জন্য বিভিন্ন ট্যাগ সমূহ লেখা হয় । এই code এ <body></body> ট্যগের মধ্যে This is my first web page. I am learning now HTML. লেখা হয়েছে যা ব্রাউজারের মূল অংশে প্রদর্শিত হচ্ছে।

No comments

Clean Code কি?

Clean Code বলতে এমন কোড বোঝায় যা পড়তে, বুঝতে এবং পরিবর্তন করতে সহজ হয়। এটি এমনভাবে লেখা হয় যে তা শুধু মেশিনের জন্য কার্যকর হয় না, বরং ম...

Theme images by RBFried. Powered by Blogger.